রবিবার সাতসকালে ট্রেন দুর্ঘটনা রানাঘাটে

Spread the love

রবিবার সাতসকালে ট্রেন দুর্ঘটনা রানাঘাটে। নির্দিষ্ট জায়গায় না থেমে সোজা গিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারল আপ বনগাঁ লোকাল। জখম হলেন কমপক্ষে পাঁচজন যাত্রী। ঘটনাটি ঘটেছে রানাঘাট স্টেশনের চার নম্বর লাইনে। ছুটির দিন হওয়ায় কামরায় সেভাবে ভিড় ছিল না। তাছাড়া ট্রেনের গতিও সেভাবে বেশি ছিল না। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লাইনেই সকাল ৭.‌৫ মিনিটে এসে দাঁড়ানোর কথা ছিল আপ বনগাঁ লোকালের। সকাল ৭.‌৬ মিনিট নাগাদ ট্রেনটি রানাঘাট স্টেশনে ঢুকতে শুরু করে চার নম্বর লাইন দিয়ে। কিন্তু প্ল্যাটফর্মের নির্দিষ্ট স্থান পেরিয়ে গিয়ে সোজা গার্ডওয়ালে ধাক্কা মারে ইঞ্জিন। দুর্ঘটনার ফলে তীব্র ঝাঁকুনিতে ট্রেনের প্রথম এবং দ্বিতীয় কামরা পরস্পরের সঙ্গে লেগে যায়। বাকি কামরাগুলিতেও ঝাঁকুনি হয়। প্রথম কামরার বেশ কিছু আসন দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার জেরে আতঙ্কিত যাত্রীরা অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন। তবে কোনও প্রাণহানি ঘটেনি। কেন এই দুর্ঘটনা ঘটল জানতে তদন্ত শুরু করেছেন রেল আধিকারিকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*