জম্মু কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর হাতে এখন ২১ জনের হিটলিস্ট

Spread the love

জম্মু কাশ্মীরের আইএসের মাথা দাউদ আহমেদ সালাফি সহ তার তিন সাগরেদের হত্যার পর জম্মু কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর হাতে এখন ২১ জনের হিটলিস্ট। শুক্রবার নৌশেরায় সংঘর্ষে মৃত্যু হয়েছে তাদের। তাদের দেহও উদ্ধার করা হয়েছে। রাজ্যপালের শাসন জারি হওয়ার পর এটাই ছিল বড় সাফল্য। এখন ২১ জন প্রধান জঙ্গিকে টার্গেট করেছে সেনাবাহিনী। এদের মধ্যে ১১ জন হিজবুল মুজাহিদিনের। লস্কর ই তৈবার ৭ জন, জৈশ এ মহম্মদের ২ জন এবং আনসার গাজওয়াত উল হিন্দের একজন। এদের ৬ জনকে এ প্লাস প্লাস ক্যাটেগরিতে ফেলা হয়েছে। তারা কজনকে মেরেছে, কত এলাকা জুড়ে তার কাজকর্ম এসবের ভিত্তিতেই ক্যাটাগরি ঠিক হয়েছে। তাদের মাথার দাম ১২ লাখ টাকা। এই ২১ জনকে ধরতে পারলে কাশ্মীরে হিংসা কমে আসবে বলে মনে করছেন অফিসাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*