আগেই পূর্বাভাস ছিল জুনের শেষের দিকে সক্রিয় হবে বর্ষা। আর সেটা সত্যি করেই রবিবার সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দফতর জানাচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই স্বস্তির বৃষ্টি আসছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে মালদহ, দুই দিনাজপুরেও। গত সপ্তাহেই কলকাতায় পারদ চড়েছিল ৪১ ডিগ্রিতে। দু’তিনদিন কলকাতায় তাপপ্রবাহও বয়েছে। আবহবিদরা জানান, বর্ষা দুর্বল হয়ে পড়ায় বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন কলকাতাবাসী। গত বুধবার সারাদিন ঝিরঝিরে বৃষ্টি হয় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। ওইদিন বৃষ্টির জেরে এক ধাক্কায় ৩.৫ ডিগ্রি নেমে গিয়েছিল পারদ। কিন্তু পুরোপুরি স্বস্তি ফিরছিল না। অবশেষে সক্রিয় হল মৌসুমী বায়ু। নামবে স্বস্তির বর্ষা।
Be the first to comment