স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন মোদি, অথচ তাঁর নিজের রাজ্যের শহরই অপরিচ্ছন্ন তালিকার শীর্ষে

Spread the love

স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছিলেন মোদি। অথচ তাঁর নিজের রাজ্যের শহরই কিনা অপরিচ্ছন্ন তালিকার শীর্ষে। সম্প্রতি দেশের অপরিচ্ছন্ন শহরের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের সার্ভে রিপোর্ট। দেশের সবচেয়ে অস্বচ্ছ শহরের তকমা পেয়েছে গুজরাটের ভদ্রেশ্বর। এছাড়া তালিকার নীচের দিকে রয়েছে বিহার ও উত্তরপ্রদেশের তিনটি করে শহর। তবে খুশির খবর নেই রাজ্যবাসীর জন্যও। কারণ, ওই তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক অপরিচ্ছন্ন শহরের নাম ঢুকেছে এই রাজ্য থেকেই। ২৫টি নোংরা শহরের তালিকার ১৯টি শহরই পশ্চিমবঙ্গের। শুধু তাই নয়, রাজ্যের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র দার্জিলিংয়ের নামও উঠেছে এই অপরিচ্ছন্ন শহরের তালিকায়। এছাড়াও অপরিচ্ছন্নতার নিরিখে শিলিগুড়ি, শ্রীরামপুর, বাঁকুড়া, উত্তর বারাকপুর, মধ্যমগ্রামের নামও রয়েছে। আবর্জনা পরিষ্কার, আবর্জনা সংগ্রহ, খোলা নিকাশি ব্যবস্থা, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ সংগ্রহ ও প্রক্রিয়াকরণ প্রভৃতি স্যানিটেশন ইন্ডিকেটরের নিরিখে স্বচ্ছ বা অস্বচ্ছ বিচার করা হয়েছে। রাজ্য হিসেবে দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ঝাড়খন্ড। তালিকায় এর পরেই রয়েছে মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। দ্বিতীয়বারের জন্য সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে ইন্দোর। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ভোপাল ও চণ্ডীগড়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*