এক লাফে বেড়ে যাওয়া জ্বালানি তেলের দাম কমছে স্লথগতিতে। রবিবার আরও এক দফায় পেট্রোল, ডিজেলের দাম কমল। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন সূত্রে খবর, দিল্লি, কলকাতায় ১৪ পয়সা দাম কমেছে পেট্রোলের। কলকাতায় এই মুহূর্তে পেট্রোলের দাম ৭৮.৪৭ টাকা। ডিজেলের নতুন দাম দাঁড়িয়েছে ৭০.০৯ টাকায়।
ইন্ডিয়ান ওয়েলের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় একই হারে সব রাজ্যে তেলের দাম কমেছে। মে মাসের শেষে কলকাতায় পেট্রোলের দাম ৮০.৯৮ টাকায় পৌঁছয়। অন্যান্য রাজ্যেও তেলের দাম উত্তরোত্তর বাড়তে থাকে। পেট্রোল-ডিজলের দাম বৃদ্ধির জেরে বিরোধীদের তোপের মুখে পড়তে হয় কেন্দ্রকে। ইন্ডিয়ান ওয়েলের তথ্য অনুযায়ী দেখা গিয়েছে, গত ২০ দিনে কলকাতায় ২.৩৭টাকা তেলের দাম কমেছে।
এক নজরে দেখে নেওয়া যাক মেট্রো শহরগুলিতে জ্বালানি তেলের নয়া দাম-
পেট্রোল-
দিল্লি- ৭৫.৭৯কলকাতা- ৭৮.৪৭মুম্বই- ৮৩.৪৪চেন্নাই- ৭৮.৬৫
ডিজেল-
দিল্লি- ৬৭.৫৪কলকাতা- ৭০.০৯মুম্বই- ৭১.৭৬ চেন্নাই- ৭১.২৯
Be the first to comment