বিশ্বকাপ দেখার সময় গুলি, মৃত ১৪

Spread the love

বিশেষ প্রতিনিধি,
বিশ্বকাপে মেক্সিকো–দক্ষিণ কোরিয়া ম্যাচ চলাকালীন মেক্সিকোর হুয়ারেজ শহরের তিন প্রান্তে আততায়ীদের গুলিতে প্রাণ হারালেন ১৪ জন। পুলিস সূত্রে খবর, চলতি মাসে শুধু এই হুয়ারেজ শহরেই গুলিতে মৃত্যু হয়েছে মোট ১২৮ জনের। কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটাল তা জানতে তদন্ত শুরু হলেও, এখনও কোনও সন্ধান পায়নি পুলিস। পুলিস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে প্রথম গুলিচালনার ঘটনাটি ঘটে শহরের দক্ষিণ প্রান্তে। ম্যাচ দেখতে একটি জায়গায় জড়ো হয়েছিলেন ৮ জন। হঠাৎই একদল বন্দুকবাজ সেখানে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করে। গুরুতর জখম হন আরও দু’‌জন।
এর পরের ঘটনাটি ঘটে একটি পার্লারে। সেখানেও ম্যাচ দেখছিলেন পাঁচজন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আচমকা পার্লারের সামনে একটি নীল ভ্যান এসে থামে। সেখান থেকে একদল বন্দুকবাজ নেমে পার্লারে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে চম্পট দেয়। এরপর রবিবার স্থানীয় সময় ভোরে একটি পার্টিতে তৃতীয় গুলিচালনার ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, পার্টি চলাকালীন তিন ব্যক্তিকে সেখান থেকে ডেকে নিয়ে যায় কয়েকজন। তারপর তাঁদের গুলি করে মারা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*