এক জোড়া সানগ্লাস উপহার নেওয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে। তিনি জরিমানা পরিশোধও করেছেন। কানাডার পার্লামেন্টের এথিক্স কমিটি এই জরিমানা ধার্য করেন। জানা গিয়েছে, উপহার পাওয়া সানগ্লাস দু’টি নেওয়ার ৩০ দিনের মধ্যে এ বিষয়টি আনুষ্ঠানিক জানাননি ট্রুডো। তাই ‘স্বার্থের সংঘাত’ বা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইনের’ অধীনে তাকে ১০০ ডলার জরিমানা করা হয়েছে। ট্রুডোর উপহার পাওয়া সানগ্লাস দু’টির মূল্য ৫০০ ডলার। কানাডার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইনে সরকারি দায়িত্বে থাকা সব কর্মকর্তা, কর্মচারী যদি ২০০ ডলার বা তার বেশি মূল্যের কোনো উপহার পান তাহলে অবশ্যই ৩০ দিনের মধ্যে জনসমক্ষে তা প্রকাশ করতে হবে। তবে ট্রুডো তেমনটি করতে ব্যর্থ হওয়ায় তাকে এ জরিমানা গুণতে হয়েছে। পি ই আই প্রিমিয়ার ওয়েড ম্যাকলচলান গত গ্রীষ্মে ট্রুডোকে সানগ্লাস জোড়া উপহার দিয়েছিলেন। সানগ্লাস দু’টির একটির মূল্য ৩০০ ডলার ও অপরটির মূল্য ২০০ ডলার। ট্রুডো এর আগেও এই আইন লঙ্ঘন করেছেন। ২০১৬ সালে একটি ব্যক্তিগত হেলিকপ্টারে চড়ে আগা খানের মালিকানাধীন একটি ব্যক্তিগত দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন ট্রুডো। সেসময়ও তিনি ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আইন’ লঙ্ঘন করেছিলেন বলে গত বছর জানানো হয়
Be the first to comment