আজকের দিন

Spread the love
কারিশমা কাপুর
জন্ম: জুন ২৫, ১৯৭৪
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। কাপুর পরিবারের সদস্য হিসেবে তিনি অভিনেতা রণধির কাপুর এবং ববিতার প্রথম কন্যা। ১৯৯১ সালে তিনি ১৭ বছর বয়সে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান ভারত ভূষণের বিপরীতে প্রেম কয়েদি চলচ্চিত্রের মাধ্যমে।
পরবর্তীকালে তিনি বিভিন্ন বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন, এর মধ্যে রয়েছে, জিগর  (১৯৯২), আনাড়ি (১৯৯৩), রাজা বাবু (১৯৯৪), সুহাগ  (১৯৯৪), কুলি ন. ১, গোপী কিষাণ (১৯৯৪), সাজান চালে শাশুড়াল (১৯৯৬) এবং জীত (১৯৯৬) ইত্যাদি।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
আফতাব শিবদাসানি
জন্মঃ ২৫ জুন, ১৯৭৮
তিনি একজন ভারতীয় অভিনেতা। তিনি বহু ছবিতে অভিনয় করেছেন এবং বহু পুরস্কারে পুরস্কৃতও হয়েছেন।
মিস্টার ইন্ডিয়া ছবিতে তিনি শিশু অভিনেতা হিসাবে অভিনয় করেছেন। শাহেনশা, চালবাজ, কসুর, হাঙ্গামা, ফুটপাথ, মস্তি, দিওয়ানা হুয়া পাগল, ছাড়াও বহু ছবিতে অভিনয় করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
সতীশ শাহ
জন্মঃ ২৫ জুন, ১৯৫১
তিনি একজন বলিউড অভিনেতা। হিন্দি ও মারাঠি চলচ্চিত্রের সাথে তিনি কাজ করেন। তিনি বহু টিভি শোতে অভিনয় করেছেন। অভিনয় দক্ষতায় তিনি দর্শকমহলে তিনি বিশেষ জনপ্রিয় একজন অভিনেতা।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*