রাজকুমার ঘোষঃ
“যতখানি আমার করার করেছি, বাকিটা ঈশ্বর” । – বললেন ডাক্তারবাবু
কেষ্ট এই কথা শোনার পর আঁতকে উঠল । ভাবল, তার কি এমন হয়েছে ! সামান্য একটু পেট ব্যথা আর বুকে ব্যথা, তাতেই ডাক্তারবাবুর সাবধান বাণী…! ও বেশ চিন্তিত হয়ে পড়ল । ও ডাক্তারবাবুর কাছে কারণ জানতে চাইল । ডাক্তারবাবু আর বিশেষ কিছু বললেন না… একটা লম্বা প্রেসক্রিপশন দিয়ে আর ২ মাসের সময় দিয়ে চলে গেলেন ।
২ মাস হয়ে যাবার ঠিক পরের দিন কেষ্ট হন্তদন্ত হয়ে ডাক্তারবাবুর চেম্বারে এল, তার তখনো সুস্থ ভাবে থাকার কারণ জানতে চাইল… ডাক্তারবাবু মুচকি হাসলেন এবং তারপর কেষ্টকে জিজ্ঞেস করলেন, বাড়ি থেকে তার চেম্বারে আসতে কত সময় লাগল, কেষ্ট জানাল, আগের থেকে ৩০ মিনিট কম লেগেছে । ডাক্তারবাবু কেষ্টকে তার চেম্বারের আয়নার সামনে নিয়ে গিয়ে দেখাল, “দেখ নতুন কেষ্টকে… এই ২ মাস যেভাবে তুই আমার প্রেসক্রিপশন অনুযায়ী নিজেকে হালকা করেছিস সেইভাবে করে যা… কথা দে তুই আর মোটা হবি না, তুই সম্পূর্ণ সুস্থ”।
Be the first to comment