১ জুলাই শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে উদ্বোধন হবে লেপার্ড সাফারি। গতকাল এখবর জানান পর্যটনমন্ত্রী গৌতম দেব। সাফারি পার্ক সূত্রে খবর, ওইদিন উদ্বোধন হলেও সাফারি পার্কে আসা পর্যটকদের লেপার্ড সাফারির জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
গত সপ্তাহেই শিলিগুড়ির সাফারি পার্কে নিয়ে আসা হয়েছে দুটি পুরুষ চিতাবাঘ সচিন ও সৌরভকে। রসিকবিল থেকে আনা হয়েছে কাজল ও শীতল নামের দুটি মহিলা চিতাবাঘকেও। এই চারটি চিতাবাঘ নিয়ে আসার পর দ্রুত সাফারির উদ্বোধন করা হবে। তবে উদ্বোধন হলেও ওইদিন থেকে তা দেখতে নাও পেতে পারেন পর্যটকরা।
কারণ হিসেবে জানা গেছে, চারটি চিতাবাঘ আপাতত এনক্লোজ়ারে রয়েছে। মুক্ত বনাঞ্চলে ফেন্সিং ঘেরা জায়গায় তাদের কাউকেই এখনও ছাড়া হয়নি। ফলে, এলাকাও চেনে না চারটি চিতাবাঘ। চিতা বাঘগুলিকে ধীরে ধীরে এলাকা চেনানো হবে। পাশাপাশি সাফারির গাড়ি নিয়ে পার্কের কর্মীদের নিয়ে ট্রায়াল দিতে হবে। দেখা হবে, চিতাবাঘ কোনওভাবে আক্রমণ করছে কি না। সবকিছু মানিয়ে নিলে এবং এলাকা চিনে নেওয়ার পর পুরোদমে চালু হবে সাফারি। বর্ষা এসে পড়াতেও কিছু সমস্যা রয়েছে।
ওইদিন থেকেই পর্যটকরা লেপার্ড সাফারি করতে পারবেন কি না তা নিয়ে মন্তব্য করতে চাননি সাফারি পার্কের অধিকর্তা অরুণ মুখার্জি।
Be the first to comment