ফেসবুক আনছে নতুন ফিচার

Spread the love

ফেসবুকে মুখ গুঁজে পড়ে থাকাটা এখন অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু সারাদিনে কতটা সময় এর পেছনে খরচ করেন তা সঠিক করে বলতে পারবেন না কেউই। আর এই থাকার সময়টি জানাতে ফেসবুক আনছে নতুন ফিচার। এর মাধ্যমে জানা যাবে ব্যবহারকারী সপ্তাহে বা দিনে কতটা সময় ফেসবুকে যুক্ত থাকেন। ফিচারের সম্ভাব্য নাম হতে পারে ‘ইউর টাইম অন ফেসবুক’। এছাড়া নতুন এ ফিচারে ব্যবহারকারীরা প্রত্যেকদিনের সময়সীমা নির্ধারণ করতে পারবেন। ফেসবুক নোটিফিকেশনের মতো এ ফিচারটিরও একটি লিঙ্ক থাকতে পারে। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ফেসবুক সবসময় ব্যবহারকারীদের সুবিধার জন্য কাজ করে। ব্যবহারকারীরা যাতে ফেসবুকে তাদের যথার্থ সময় যুক্ত থাকেন এজন্য এ নতুন ফিচার আনা হচ্ছে। এ ফিচার ব্যবহারকারীদের উপকারে আসবে। এর আগে অবশ্য অ্যাপল ও গুগলও এমন একটি ফিচার যুক্ত করেছিল। অ্যাপল ও গুগলের ফিচারে ট্যাবের মাধ্যমে কম্পিউটার ও স্মার্টফোনে যুক্ত থাকার সময় জানা যায়। ফেসবুকের এ ফিচারটি নিয়ে এখনও কাজ চলছে। কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে তা জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*