ইহুদিদের কাছ থেকে লুট করা প্রাচীন দারুমূর্তি তাদের উত্তরাধিকারীর হাতে ফিরিয়ে দিল বার্লিন জাদুঘর

Spread the love
ইহুদিদের কাছ থেকে লুট করা প্রাচীন দারুমূর্তি তাদের উত্তরাধিকারীর হাতে ফিরিয়ে দিল বার্লিন জাদুঘর। ১৫ শতকে ধর্মীয় কাঠের এই মূর্তিটির মালিক এক ইহুদি দম্পতি। নাজিদের হাত থেকে বাঁচতে তারা জার্মানি ছেড়ে পালিয়েছিলেন। বিনিময়ে সেই উত্তরাধিকারী “যিশুখ্রিষ্টের সঙ্গে তিনি দেবদূত” এই দারুভাস্কর্যটি ওই জাদুঘরের কাছেই বিক্রি করার কথা জানিয়েছে। কত দামে তা জানা যায়নি।
একটা ভুলকে ঠিক করা। অবিচারের বিচার করা, এভাবেই ঠিক হয়েছে চুক্তিটি। জার্মানির সরকারি জাদুঘরগুলির প্রধান মাইকেল আইজেনহাওয়ার বলেছেন, উত্তরাধিকারীরা বিক্রি করায় ওই প্রাচীন দ্রষ্টব্য লোকের সামনেই থাকছে। ১৪৩০ সালের ২৫ সেন্টিমিটারের এই ভাস্কর্যটি শিশু যিশুর। একসময় এটি ইহুদি শিল্পপতি আর্নস্ট সলমানের সংগ্রহে ছিল। হিটলারের নাজি বাহিনীর উত্থানে ভীত ওই দম্পতি ১৯৩৮ সালের শেষদিকে ইতালির দিকে পালিয়ে যান। নাজিরা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে। ১৯৩৬ সালে ১০০টিরও বেশি শিল্পকর্ম মিউনিখের নিলামে বিক্রি করে দেওয়া হয়। ইতালি থেকে সলমানরা চলে যান ফ্রান্সে। বিশ্বযদ্ধ শেষের একবছর পর ১৯৪৬ সালে মারা যান সালমন। সম্প্রতি গবেষকরা ১১টি শিল্পকর্ম উদ্ধার করেছেন যেগুলি ১১টি জার্মানির পাঁচটি জাদুঘরে রয়েছে, তিনটি রয়েছে বাইরের ব্যক্তি সংগ্রহে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*