মহিলাদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে চিহ্নিত হল ভারত। এমনকী, ভয়াবহতার মাত্রায় আফগানিস্তান, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন সবাইকে পেছনে ফেলে দিয়েছে ভারত। সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশনের সমীক্ষায় উঠে এসেছে এই তথ্য। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান ও সিরিয়া। সোমালিয়া রয়েছে চতুর্থ স্থানে এবং গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেন রয়েছে অষ্টম স্থানে। সমীক্ষাটি চালিয়েছেন ৫৪৮ জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ। যাদের মধ্যে ৪৩ জন আবার ভারতীয়ও। মূলত, অর্থনৈতিক বৈষম্য, পণপ্রথা, যৌন নির্যাতন, কর্মক্ষেত্রে হয়রানি, শারীরিক নির্যাতন, নারী পাচার, ভ্রূণহত্যা প্রভৃতি বিষয়গুলির ওপর সমীক্ষা চালানো হয়েছিল। সবক্ষেত্রেই এগিয়ে রয়েছে ভারত। বিশেষ করে যৌন নির্যাতন, নারী পাচার ও নিম্নবর্ণের মহিলাদের ওপর অত্যাচার, এই ক্ষেত্রগুলিতে সবচেয়ে বেশি অবক্ষয়ের প্রমাণ মিলেছে বলে সংস্থাটি জানিয়েছে।
Be the first to comment