একটি রোবটকে সৌদি নাগরিকত্ব দেওয়া হলো

Spread the love

একজন মানুষের মতো দেখতে রোবটকে নাগরিকত্ব দিল সৌদি আরবিয়া সরকার। এই সিদ্ধান্তটি,  রাষ্ট্রের সমালোচকদের মধ্যে বিদ্রুপের সৃষ্টি করেছে, বলা হয়েছে যে মেশিন বা রোবটের অধিকার মহিলা এবং অভিবাসী কর্মীদের চেয়ে বেশি করা হয়েছে।

সোফিয়া নামে ডাকা এই রোবটকে দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হল, সৌদি কর্তৃপক্ষের মতে যা বিশ্বের প্রথম। এই সপ্তাহে রিয়াধে একটি ব্যবসায়িক সম্মেলনে রোবোটটিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়।

অড্রি হপবার্নের মতো ডিজাইন করা এই সোফিয়া অ্যান্ড্রয়েড হংকং বেসড কোম্পানী হানসন রোবোটিক্স থেকে করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*