চেচেন রিপাবলিকের প্রধান রামজান কাদিরভের সঙ্গে ছবি তুলেছেন। তা নিয়ে গোটা দুনিয়ায় তুমুল অসন্তোষ। রামজান মানবাধিকার লঙ্ঘন ও সমকামীদের ওপর অত্যাচারের জন্য দুনিয়াজুড়েই নিন্দিত। এই বিতর্কে ক্রুদ্ধ মহম্মদ সালাহ জাতীয় দল ছেড়ে দিতে চান। রবিবার জানা যায়, লিভারপুলের এই ফুটবলার চেচনিয়ায় যা হয়েছে তাতে রীতিমতো বিরক্ত। রাশিয়া বিশ্বকাপে মিশরের টিম রয়েছে চেচনিয়ায়। সালাহ জাতীয় টিম ছাড়তে পারেন এটা শোনার পরেই গোটা মিশরজুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজনীতিতে জড়িয়ে যাওয়া সালাহকে ভক্তরা সমর্থন করছেন। তাদের মতে, এর জন্য দোষী ফুটবল কর্তারাই। সালাহকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আর্জি জানাচ্ছেন তারা। সম্প্রতি সালাহকে চেচেনের সাম্মানিক নাগরিকও করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলি বলেছে, তারা আগেই মিশর ও ফিফাকে সতর্ক করেছিল।
Be the first to comment