রাস্তার মধ্যে বিয়ের বাজনার তালে তালে নাচছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

Spread the love

রাস্তার মধ্যে বিয়ের বাজনার তালে তালে নাচছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কী করবেন বুঝে উঠতে পারছেন না উপস্থিত দর্শকরাও। তালে তাল মিলিয়ে নাচবেন না দূরে দাঁড়িয়ে দেখবেন, ঘোর কাটছে না কিছুতেই। মঙ্গলবার এমনই অভিজ্ঞতা হল ঝাড়খন্ডের রাঁচীর বাসিন্দাদের। উপজাতি সম্প্রদায়ের গণবিবাহ উপলক্ষে ৩৫১ জোড়া বিয়ের আসর বসেছিল। সেই বিয়ের অনুষ্ঠানেই আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি শুধু এলেনই না, নেচে গেয়ে আসর মাতিয়ে দিলেন। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই নাচ। তাঁর সাফাই, ‘গত ৭০ বছর ধরে দেশের উপজাতি সমাজের সঙ্গে রাজনীতি হচ্ছে। এবার সমাজ বদলের সময় এসেছে। উপজাতিরা যাতে সমাজের মূলস্রোতের সঙ্গে মিশে যেতে পারে তার চিন্তাভাবনা শুরু করেছে সরকার। সেজন্য উপজাতি পড়ুয়াদের কথা ভেবে ১০ কোটি টাকার ফেলোশিপও চালু হচ্ছে। খুব শিগগির এই মর্মে সরকারি নির্দেশিকাও প্রকাশিত হবে।’ যদিও বিরোধীদের টিপ্পনি, উপজাতি ভোটব্যাঙ্ক দখল করতেই নতুন ফন্দি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*