এটিএম জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

Spread the love

এটিএম জালিয়াতি রুখতে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহক সুরক্ষার কথা মাথায় রেখে এটিএমগুলির সফটওয়্যার আপগ্রেডে করার নির্দেশ দিয়েছে শীর্ষব্যাঙ্ক। এতদিন পর্যন্ত ব্যাঙ্কের এটিএমগুলিতে ব্যবহার হত উইন্ডোজ এক্সপি৷ কিন্তু ২০১৪ সালের পর থেকেই সবরকম নিরাপত্তাজনিত আপগ্রেডেশনের কাজ বন্ধ করে দিয়েছে মাইক্রোসফট। আর সেই সুযোগে নিত্যনতুন পন্থা আবিষ্কার করছে হ্যাকাররা। তাই দেশের সমস্ত এটিএমে এক্সপি’র বদলে উন্নত সফটওয়্যার ব্যবহারের নিদান দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। একটি নির্দেশিকার মাধ্যমে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এ বছরের সেপ্টেম্বরের মধ্যে ২৫ শতাংশ এটিএম অপারেটিং সিস্টেম বদলাতে হবে। আর ২০১৯ সালের মধ্যেই সমস্ত এটিএমের আপগ্রেডেশনের কাজ শেষ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*