ঝাড়খণ্ডে মাইন বিস্ফোরণে মৃত্যু হল ৬ জওয়ানের

Spread the love

ঝাড়খণ্ডে মাইন বিস্ফোরণে মৃত্যু হল ৬ জওয়ানের। গারওয়া জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, গারওয়া জেলার চিনজোতে মাওবাদীরা লুকিয়ে আছে, এই খবর পেয়ে মঙ্গলবার সন্ধেয় সেখানে যান জাগুয়ার ফোর্সের জওয়ানরা। সেই সময় মাওবাদীরা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায়, গুলিও চালায়। মৃত্যু হয় ৬ জওয়ানের। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে চলতি বছরে নিরাপত্তাবাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে মাওবাদীরা। মার্চে ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হানায় মৃত্যু হয় ৯ সিআরপিএফ জওয়ানের। আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয় সিআরপিএফ এর মাইন প্রোটেক্টেড গাড়ি। এরপর মে মাসে ছত্তিশগড়ের গরিয়াবাধে মাওবাদী হামলায় শহিদ হন ২ জওয়ান। মঙ্গলবারের ঘটনার পর গারওয়ায় মাওবাদীদের বিরুদ্ধে ওই এলাকায় নতুন করে তল্লাশি অভিযান শুরু করেছেন জওয়ানরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*