ভারতের বিরুদ্ধে তোপ দাগলেন ট্রাম্প। উপলক্ষ বাণিজ্যিক কর। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমেরিকা থেকে আমদানি করা জিনিসের ওপর ১০০ শতাংশ কর নিচ্ছে। আমেরিকা চায়, এই কর প্রত্যাহার করা হোক। সম্প্রতি বিদেশ থেকে আমেরিকায় আমদানি করা জিনিসে কর বসিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প বলেন, চিন, ইউরোপিয়ান ইউনিয়ন, ভারতের সঙ্গে বাণিজ্যে ভারসাম্যের যে অভাব আছে তারই জবাবে আমেরিকা কর বসিয়েছে। আগামি সপ্তাহে আমেরিকার সঙ্গে ২-২ বৈঠকে বসছে ভারত। বিদশমমন্ত্রী সুষমা স্বরাজ এবং নির্মলা সীতারামনের সঙ্গে আলোচনায় বসবেন আমেরিকার স্বরাষ্ট্রসচিব মাইক পম্পিও এবং প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস।
Be the first to comment