আজ রাতে সার্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

Spread the love

বুধবার রাতে সার্বিয়ার মুখোমুখি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি শুরু হবে বুধবার রাত ১২টায়। ইতিমধ্যে দুটি ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। সার্বিয়ার বিপক্ষে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিত। ড্র করলেও দ্বিতীয় পর্বে উঠে যাবে ব্রাজিল। এমনকী হারলেও নক আউট পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে। টানা ১৩ ম্যাচে অপরাজিত নেইমাররা। বিশ্বকাপে আগেকার যুগোস্লাভিয়া, এখনকার সার্বিয়ার সঙ্গে ব্রাজিলের অতীত রেকর্ড খুব একটা সুখকর নয়। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপেই দেখা হয়েছিল দু’দলের। ম্যাচটি ব্রাজিল ২-১ গোলে হেরে যায়। এরপর ১৯৫০ সালের বিশ্বকাপে আবারও দেখা হয় দু’দলের। এবার ২-০ গোলে জয়ী হয় ব্রাজিল। পরের আসরে আবারও মুখোমুখি হয় ব্রাজিল-সার্বিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সর্বশেষ ১৯৭৪ সালের বিশ্বকাপে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচটিও ড্র হয়। তবে বিশ্বকাপ ছাড়া দু’দলের মধ্যকার লড়াইয়ে অবশ্য যোজন-বিয়োজন এগিয়ে ব্রাজিল। সর্বশেষ তাদের দেখা হয় ২০১৪ সালে। তখনও সার্বিয়াকে ১-০ গোলে পরাজিত করে নেইমাররা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*