উত্তরপ্রদেশ মন্ত্রিসভা ছোট করার নির্দেশ আরএসএসের

Spread the love

বিশেষ প্রতিনিধি,

২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রীসভা গঠনের নির্দেশ দিল আরএসএস। উত্তরপ্রদেশ সরকারের দপ্তরকমিয়েপরিষেবা বেশি করে দেওয়ার কথা বলা হয়েছে যোগীকে। এই মুহুর্তে যোগী সরকারের ৮০টি দপ্তর রয়েছে। সেখান থেকেতা ৫০টিতে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রীবলে সূত্রের খবর। অন্যদিকে মন্ত্রীদের দপ্তর কমালে মন্ত্রিসভায়রদবদল করতে হবে যোগী আদিত্যনাথকে। সরকারকে আরও পরিষেবা বাড়াতে হবে। কারণ ২০১৯ সালের লোকসভানির্বাচনেসেই দক্ষ পরিষেবা এবংউন্নয়নকেই হাতিয়ার করে এগিয়ে যেতে চায় আরএসএস। সে কথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ভালকরে বুঝিয়ে দেওয়া হয়েছে বৈঠকে। অখিলেশযাদব সরকারকে পরাজিত করে সরকারে আসার পর যোগী আদিত্যনাথ ৪৭টিক্যাবিনেট সদস্য তৈরি করেন। যাঁদের হাতে একাধিক দপ্তর রয়েছে। যোগী আদিত্যনাথের সঙ্গে আরএসএসের কার্যকরী প্রধানভাইয়াজি যোশির নয়াদিল্লিতে হওয়া দ্বিপাক্ষিক বৈঠকে এটাই আলোচনার মূল অ্যাজেন্ডা ছিল বলে জানা গিয়েছে।
দ্বিপাক্ষিক বৈঠকে গত বছরের নীতি আয়োগের সিলমোহর দেওয়া প্রধানমন্ত্রীর পথকেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেখানেবলা হয়েছে ন্যূনতম সরকার এবং বৃহত্তর পরিষেবাই পথ। সুতরাং প্রধানমন্ত্রীর পথকেই মাথায় রেখে প্রধানমন্ত্রীর উন্নয়নেরপ্রতিশ্রুতিগুলি পালনকরতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*