লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় গুরুতর অসুস্থ

Spread the love

গুরুতর অসুস্থ লোকসভার প্রাক্তন স্পিকার ও প্রবীণ বামপন্থী নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গেছে, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হাঁটাচলাও একরকম বন্ধ ছিল প্রায়। অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তিনি সেরিব্রাল হেমারেজে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০১৪ সালেও একবার সেরিব্রাল স্ট্রোক হয়েছিল। চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তবে শারীরিক অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বৃহষ্পতিবার তাঁর সিটিস্ক্যান করা হবে। নেতার। প্রসঙ্গত, ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লোকসভার স্পিকারের দায়িত্ব পালন করেছেন তিনি। বেশ কিছুদিন হল সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি বামপন্থী এই নেতাকে। প্রবীণ নেতার সুস্বাস্থ্য কামনা করছেন সকলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*