থমসনের রিপোর্টের সত্যতা জানান দিতেই প্রকাশ্যে এল এক অসহায় বাবার করুণ আর্তি

Spread the love

থমসন রয়টার্সের সমীক্ষার ফলাফল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই পরিস্থিতিতে ঠিক যেন থমসনের রিপোর্টের সত্যতা জানান দিতেই প্রকাশ্যে এল এক অসহায় বাবার করুণ আর্তি। মেয়েদের সম্ভ্রম বাঁচাতে সরাসরি প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চিঠি লিখেছেন তিনি। চার মেয়ের বাবা, ওই ব্যক্তি মীরাটের বাসিন্দা। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানান, প্রতিবেশী কিছু যুবকের অত্যাচারে ঘর থেকে বেরোনোই দায় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন মাদ্রাসায় পড়তে যাওয়ার পথে মেয়েদের নানাভাবে উত্যক্ত করত ওই যুবকের দল। এখন মাদ্রাসায় যাওয়াই বন্ধ। মেয়েদেরও আর্জি, ঘরেও এখন নিরাপত্তার অভাব বোধ করছেন তাঁরা। বাড়িতে এসেও রীতিমতো শাসানি দিয়ে বলে গেছে, কাউকে জানালেই অ্যাসিড হামলা চালানো হবে। প্রতিনিয়ত মানসিক অত্যাচার সহ্যের শেষ পর্যায়ে পৌছে গেছে। আত্মহত্যা করলেই যেন পরিত্রাণ মিলবে, এমনটাই ভাবছেন তাঁরা। একটু নিরাপত্তার জন্য চিঠি লিখেছেন অসমর্থ্ বাবা। চিঠির কথা জানাজানি হতেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। অভিযোগের তদন্ত চলছে, জানান সংশ্লিষ্ট থানার পুলিশ আধিকারিক রাজেশ কুমার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*