কাশ্মীরের সাংবাদিক সুজাত বুখারির সম্ভাব্য তিন হত্যাকারীর পরিচয় জানা গিয়েছে। তাদের একজন পাকিস্তানি। সে লস্কর ই তৈবার জঙ্গি। নাম নভেদ জাট। ফেব্রুয়ারি মাসে সে শ্রীনগরের হরি সিং হাসপাতাল থেকে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায়। এছাড়াও সুজাতের বিরুদ্ধ উস্কানিমূলক ব্লগ লেখা এক পাকিস্তানিকেও চিহ্নিত করা গিয়েছে। বাকি দুজন স্থানীয়। গত ১৪ জুন নিজের অফিস থেকে বেরিয়ে ইফতারে যাওয়ার পথে গুলিবিদ্ধ হন সুজাত। সিসিটিভিতে সম্ভাব্য হত্যাকরীদের ছবি ধরা পড়ে। বাইক আরোহী সেই তিনজনের মুখ ছিল ঢাকা, হেলমেটে, কাপড়ে। মাঝখানে বসা লোকটির হাতে একটি বস্তা ছিল। সুজাতকে ১৭টি গুলি করা হয়েছিল। তাঁর দুই দেহরক্ষীও মারা যান। হত্যার পর আততায়ীরা স্লোগানও দিয়েছিল। চতুর্থ একজনকেও আততায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সে সুজাতের দেহরক্ষীর বন্দুক নিয়ে পালাচ্ছিল।
Be the first to comment