লোকসভা ভোটের ময়দানের ফায়দা তুলতেই প্রকাশ্যে আনা হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের ভিডিও। শুধু তাই নয়, জওয়ানদের নিয়েও রাজনীতি করছে বিজেপি। অভিযোগ জানাল কংগ্রেস। ২০১৬ সালে ভারতীয় সেনা জওয়ান হত্যার প্রতিশোধ নিতে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয় প্রতিবেশী দেশ পাকিস্তানে। সেনার কৃতিত্ব নিয়ে তখন যতখানি প্রচার হয়েছিল, তার চেয়েও বেশি প্রচার হয়েছিল মোদির ৫৬ ইঞ্চির ছাতি নিয়ে। পাকিস্তান সরকার প্রথম থেকেই অস্বীকার করেছে এই কথা। তা সত্ত্বেও কোনও ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়নি। কারণ, নিজেদের রণকৌশল প্রকাশ্যে আনতে চায়নি সেনাবাহিনী।
কিন্তু সম্প্রতি প্রকাশিত হওয়া ফুটে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে, ভালোরকম পর্যদুস্তই হয়েছে পাক রেঞ্জার্সরা। কিন্তু কীভাবে ফুটেজ বাইরে এল তা জানা যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে নির্বাচনের আগে কেন এবং কোথা থেকেই বা ভিডিও প্রকাশ্যে এল? কেনই বা সংবাদমাধ্যমে তা প্রচার করা হচ্ছে? কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, সেনার বীরত্ব নিয়েও রাজনীজতি করছে বিজেপি। অটলবিহারী বাজপেয়ী বা মনমোহন সিং কি কখনও এসব নিয়ে ফলাও করে প্রচার করেছেন? যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইট করে তিনি বলেন, ‘কংগ্রেস এই ভিডিও দেখাবে কী করে? ওদের হাতে তো এরকম কোনও ভিডিও ছিলই না। যদি সত্যিই করে থাকেন, তাহলে লুকোছাপা করার কী আছ? আসলে আঙুর ফল না পেলেই টক।’
Be the first to comment