দূরত্ব কমানোর আর্জি জানিয়েছেন রেললাইন দেখভালের কাজে নিযুক্ত কর্মীরা। তাদের পোশাকি নাম কিম্যান। রেললাইনের কোথাও কোনও ফাটল ধরেছে কি না, অথবা লাইনের নাটবল্টু ঠিক আছে কিনা, দেখার ভার থাকে এদের উপর। পেশার তগিদে ভারী যন্ত্রপাতি নিয়ে লাইন ধরে হেঁটে পাড়ি দিতে হয় প্রায় আট কিলোমিটার। এটা শুধু খাতায়কলমে। কার্যক্ষেত্রে আরও অনেক বেশি দূরত্বে যেতে হয়ে তাঁদের। এককথায় বলা যায়, রেললাইনের সুরক্ষার গুরুদায়িত্ব এদের ঘাঁড়েই। সম্প্রতি সেই দূরত্ব কমিয়ে ৩ কিমি করার আর্জি জানিয়েছে এনএফআইআর। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রেলের বেতনভুক ২ লক্ষ ২০ হাজার কিম্যানকে যে দূরত্ব দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের সেই দূরত্বের দ্বিগুণ পথ হাঁটতে হয়। সঙ্গে থাকে প্রায় ১৪ কেজি ওজনের প্রয়োজনীয় যন্ত্রপাতিতে ভর্তি ব্যাগও। আরও সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনার জন্য তারা দূরত্ব কমানোর আবেদন করেছে রেলমন্ত্রকের কাছে।
Be the first to comment