সৃজন কেলেঙ্কারিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জড়িত। জড়িত উপ মুখ্যমন্ত্রী বিজেপির সুশীল মোদিও। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, এই দুজন এই কেলেঙ্কারিতে সরাসরি উপকৃত হয়েছেন। তাঁর অভিযোগের সমর্থনে তেজস্বী সৃজনের ব্যাঙ্ক স্টেটমেন্টও দিয়েছেন। সৃজন কেলেঙ্কারিতে সুশীল মোদির বোন রেখা ও ভাগ্নি উর্বশী কোটি কোটি টাকা পেয়েছেন। তারপরেও ২৫০০ কোটি টাকার এই কেলেঙ্কারি তদন্তে কেন সিবিআই নামছে না, প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথা, সুশীল মোদি মিথ্যের বেসাতি করেন। ভাগলপুরের সাবুর ব্লকে সৃজন মহিলা সহযোগ সমিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে কোটি কোটি সরকারি টাকা বেআইনিভাবে সরিয়েছে বলে অভিযোগ।
এর আগে সুশীল মোদি অভিযোগ করেছিলেন, জিন্দালদের হ্যান্ডলিং ও সেটোরেজ এজেন্ট হিসেবে যে কাজ করেছেন, সেটা নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় গোপন করেছেন। তেজস্বী আয়করও দেননি বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানাবেন সুশীল।
Be the first to comment