(ছবি- ANI)
সন্ত কবিরের মাজারে চাদর চড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কিছু দল লোকের মনে সংশয় তৈরি করে রাজনৈতিক ফায়দার জন্য অশান্তি পাকাতে চায়। কিন্তু তারা বাস্তব থেকে বিচ্ছিন্ন। মোদী বলেন, যারা জরুরি অবস্থা জারি করেছিল আর যারা বিরোধিতা করেছিল, এখন একসঙ্গে এসেছে। তারা মনে করে অশান্তি হলে তাদের লাভ হবে। কবির, গান্ধি, আম্বেদকরের দেশে এতে কোনও কাজ হবে না। মায়াবতীর বহুজন সমাজ পার্টি আর অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকে নাম না করে আক্রমণ করেন তিনি। বলেন, যারা সব সময় সমাজবাদ আর বহুজনের কথা বলে তারা স্বার্থপর। নিজেদের উন্নতির দিকেই তাদের নজর। সংসদে তিন তালাক বিল পাশে বাধাসৃষ্টির জন্যও বিরোধীদের সমালোচনা করেন মোদী।
Be the first to comment