বিশেষ প্রতিনিধি,
প্রস্তুতি চলছিল ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বৈঠকের ৷ সেই গুরুত্বপূর্ণ বৈঠক স্থগিত করল খোদ আমেরিকা ৷ জুলাইয়ের প্রথম সপ্তাহে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমনের আমেরিকায় যাওয়ার কথা ছিল৷ আপাতত সে যাত্রা স্থগিত করা হয়েছে৷ এই বৈঠকেই ইরান নিয়ে কথা বলার কথা ছিল৷ কারণ, ইরানকে কোনঠাসা করতে ফের টার্গেট ভারত-চিন৷ ইরান থেকে আর তেল আমদানি নয়, দুই রাষ্ট্রকে জানাল আমেরিকা৷ ভারতে তেল সরবরাহে ইরান তৃতীয় দেশ৷ তেল রপ্তানিতে প্রথম ইরাক, দ্বিতীয় সৌদি আরব৷ ২০১৭-১৮ আর্থিক বছরে ১০ মাসে মোট ১৮.৪ মিলিয়ন টন তেল আমদানি করেছে ভারত৷ গোটা বিষয়ে ভারতের কী পদক্ষেপ, তা জানা না গেলেও বিষয়টি ওয়াশিংটনে তুলবে ভারত বলে জানা যায়৷ পরের সপ্তাহেই আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমনের৷ বৈঠকে উঠত এই ইরান প্রসঙ্গ৷
বিদেশমন্ত্রক সূত্রে খবর,মার্কিন মুখ্যসচিব দিল্লিতে ফোন করে বৈঠক স্থগিতের কথা জানান৷ কথা ছিল আমেরিকা ও ভারতের মোট ৪ মন্ত্রীর একসঙ্গে বৈঠকে বসবেন৷ দুই দেশের বিদেশ ও প্রতিরক্ষামন্ত্রীর বৈঠকে বসার কথা ছিল৷ সেই বহু প্রতিক্ষিত বৈঠক স্থগিত করল আমেরিকা৷ বৈঠক স্থগিতের কারণ জানায়নি আমেরিকা বলে জানাচ্ছে বিদেশমন্ত্রক৷
Be the first to comment