এবার ভোটার তালিকা থেকেও বাদ পড়ল বিমল গুরুং ও রোশন গিরির নাম। গ্রেফতারি এড়াতে বহুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছেন এই দুই গোর্খা নেতা। মাথার উপর ঝুলছে দেশদ্রোহিতার মামলা। পাহাড়কে অশান্ত করে তোলার অভিযোগ তাদের বিরুদ্ধে। জঙ্গি আন্দোলনের জেরে পাহাড় সৌন্দর্য ও শান্তি বিঘ্নিত হয়েছে। আজ নেপালে, কাল সিকিমে, এভাবেই গা ঢাকা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিমল। একদা প্রভাবশালী গুরুংয়ের ভূমিকা যে পাহাড়ে আর নেই তা এখন স্পষ্টই বলা যায়। এবার ভোটার তালিকা থেকেও তার নাম বাদ পড়ায় বিপাক আরও বাড়ল বলে মনে করা হচ্ছে। এমনকি রাজনৈতিক ভবিষ্যতও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। দার্জিলিংয়ের ডিএম জয়সী দাশগুপ্ত জানান, প্রতিবছরই নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধন হয়। মৃত ব্যক্তি বা যাঁরা পাকাপাকিভাবে দার্জিলিং ছেড়ে চলে গিয়েছেন, তাঁদেরই নামই সাধারণত তালিকা থেকে বাদ দেওযা হয়। প্রায় ১০০ জন আছেন এই তালিকায়। সেভাবেই বাদ পড়েছে বিমল গুরুং ও রোশন গিরির নামও।
Be the first to comment