আমেরিকার সঙ্গে বাণিজ্যযুদ্ধে ভারতকে পাশে পেতে আগ্রহী চিন। সেজন্য ভারতীয় সয়াবিন সহ বেশ কিছু পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক ছাড় দিয়েছে চিন সরকার। সেদেশের সংবাদ সংস্থা সূত্রেজানা গেছে, চিনা সংস্থাগুলি সয়াবিন-সহ ইস্পাত, ওষুধ, ইলেকট্রনিক্স, সুতো, কুটিরশিল্পজাত পণ্য আমদানি করলে কোনও শুল্ক দিতে হবে না। ভারত ছাড়াও এশিয়ার আরও চারটি দেশের বাছাই করা বেশ কিছু পণ্যের উপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। চিনের স্টেট কাউন্সিল জানিয়েছে, এশিয়া পেসিফিক বাণিজ্য চুক্তি অনুসারে ওই পণ্যগুলির উপর আমদানি শুল্ক মকুব করা হয়েছে।
প্রসঙ্গত, চিনের সঙ্গে ৩৭,৫০০ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি পূরণ করার জন্য বহু চিনা পণ্যের উপর অতিরিক্তি শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হিসেবে মার্কিন পণ্যের উপর আমদানি শুল্ক চাপায় চিনও। এভাবে চলতে থাকে অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধের লড়াই। সম্প্রতি বেজিং সফরে আসেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। চিনা প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন আলোচনায় অংশ নেন তিনি। তখনই চিনি, সয়াবিন-সহ বেশ কিছু ভারতীয় পণ্যের উপর থেকে আমদানি শুল্ক তুলে দেওয়ার দাবি জানান। এখন কার্যত আমেরিকার সঙ্গে টক্করে ভারতকে পাশে পেতেই সেই দাবি মেনে নিয়েছে চিন। এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল।
Be the first to comment