শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর জাহাজ ও টহল বিমানের যৌথ টহল-করপ্যাট

Spread the love

বঙ্গোপসাগরে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর জাহাজ ও টহল বিমানের যৌথ টহল-করপ্যাট। দুই দেশের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় বৃহস্পতিবার বাংলাদেশি জলসীমা থেকে এই টহল শুরু হয়ে ৩ জুলাই ভারতের বিশাখাপত্তমে পৌঁছে শেষ হবে। সমুদ্রে অবৈধ মৎস্য শিকার, চোরাচালান, মানবপাচার, সন্ত্রাসবাদ এবং মাদক পাচার নির্মূল করতেই এই যৌথ মহড়া। বুধবার চট্টগ্রামে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও ভারতীয় নৌবাহিনী প্রধান এডমিরাল সুনীল লানবা। যৌথ এ টহলে বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও এমপিএ অংশগ্রহণ করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*