মেসির টানে রাশিয়ায়, নীল সাদা শাড়ি পরে বিশ্বকাপ কাঁপালেন জলপাইগুড়ির গৃহবধূ

Spread the love

বাঙালির ফুটবল প্রেম এমনই পাগলপারা। আর এমনই এক ফুটবল প্রেমের নির্দশন এবার মিলল খোদ রাশিয়ার বুকে। যেখানে রাশিয়ানদের থেকে শুরু করে বিশ্বকাপ দেখতে যাওয়া অন্যান্য বিদেশিদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন জলপাইগুড়ি শর্মিষ্ঠা দে। 

গতবার ছেলে উচ্চমাধ্যমিকে ভালো ফল করেছে। তাই তাঁর আবদার ছিল বিশ্বকাপ দেখার। মেসির ভক্ত ছেলেকে নিয়ে তাই বিশ্বকাপের আসরে হাজির শর্মিষ্ঠা ও তাঁর আইনজীবী স্বামী ত্রিদিব দে। তিন মাস আগে থেকে বিশ্বকাপ দেখার পরিকল্পনাটা শুরু হলেও আর্জেন্তিনা শাড়ির কনসেপ্টটা মাথায় আসে রাশিয়া ভ্রমণের দিন কয়েক আগে। তখনও শর্মিষ্ঠা-ত্রিদিবদের হাতে দিন চার-পাঁচেকের সময় ছিল। কলকাতার দেশপ্রিয় পার্কের পরিচিত এক বুটিক তাঁর আর্জেন্তিনা শাড়ির কনসেপ্টটা হোয়াটস-অ্যাপ করে দিয়েছিলেন শর্মিষ্ঠা। পুরো শাড়িটা যে আর্জেন্তিনার বিখ্যাত নীল-সাদা বর্ডারের মধ্য হবে তাও বলে দিয়েছিলেন। শাড়ির আঁচলের নিচের একটা বিশাল অংশ সাদা রঙের এবং তাতে আর্জেন্তিনার সূর্যের লোগোর ডিজাইনটাও হোয়াটস অ্যাপ করে দিয়েছিলেন তিনি। আর অবশ্যই শাড়ির সঙ্গে কেতাদুরস্ত সাদা রঙের ব্লাউজ।

বলতে গেলে আর্জেন্তিনা শাড়ির কনসেপ্টে শর্মিষ্ঠা রাশিয়ায় ফুটবলপ্রেমীদের বোল্ড-আউট করে দিয়েছেন। ছেলে-স্বামীকে সঙ্গে করে সেন্ট-পিটার্সবার্গ স্টেডিয়ামে নাইজেরিয়া বনাম আর্জেন্তিনার খেলাও দেখেছেন। গলা ফাটিয়েছেন আর্জেন্তিনা-মেসিদের জন্য। শর্মিষ্ঠার স্বামী ত্রিদিব দে-র কথায়, আসলে জলপাইগুড়ি মানেই আর্জেন্তিনা। মারাদোনা আর নীল-সাদা জার্সির উন্মাদানার মাঝেই বেড়ে ওঠা।

আর ছেলে তমোঘ্ন তো মেসি আর আর্জেন্তিনা বলতে অজ্ঞান। সুতরাং, বিশ্বকাপ দেখা মানেই তো আর্জেন্তিনার জন্য আসা। বিশ্বকাপের টিকিট কাটা থেকে হোটেল বুকিং, রাশিয়া যাওয়ার যাবতীয় পরিকল্পনাটাই একার হাতে সামলেছেন শর্মিষ্ঠা ও ত্রিদিবের ছেলে তমোঘ্ন। রাশিয়ায় পা রেখেই তাই শর্মিষ্ঠা এবং তাঁর পরিবার এখন পুরোপুরি নীল-সাদায় রঙিন হয়ে উঠেছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*