স্যার আশুতোষ মুখোপাধ্যায়
জন্মঃ ২৯ জুন,১৮৬৪-২৫ মে, ১৯২৪
তিনি শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর ছিলেন। তিনি ১৮৬৪ সালের ২৯ জুন কলকাতার ভবানীপুরে সেসময়ের চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখার্জী ও জগৎ্তারীনী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন।
ইন্ডিয়ান অ্যাসোশিয়েসন ফর দি কালটিভেশন অব সায়েন্স-এর সাথে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং ১৮৮৭ থেকে ১৮৯১ সালের মধ্যে তিনি গণিতের ওপর একাধিক লেকচার প্রদান করেন। তাঁর দুটি অসাধারণ অ্যাকাডেমিক অবদান হলো ১৮৯৩ সালে প্রকাশিত জিওমেট্টি অব কোণিক্স এবং ১৮৯৮ সালে প্রকাশিত ল অব পারপিচুইটিস। ১৯০৮ সালে তিনি ক্যালকাটা ম্যাথেমেটিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ১৮৯৪ সালে তিনি ল’ এর ওপর ডক্টরেট ডিগি্র লাভ করেন এবং ১৮৯৮ সালে ট্যাগোর ল প্রফেসর হন। ১৯০৪ সালে তিনি তাঁর কাঙক্ষত কলকাতা হাই কোর্টে বিচারপতির পদে অধিষ্ঠিত হন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই
প্রশান্তচন্দ্র মহলানবিশ
জন্মঃ ১৮৯৩ সালের ২৯ জুন
তিনি ভারতীয় পরিসংখ্যান বিদ্যার জনক পরিসংখ্যানবিদ, অবিভক্ত ভারতের বঙ্গীয় প্রদেশের অন্যতম বিজ্ঞান সংগঠক এবং সামাজিক ও সাংস্কৃতিক আন্দেলনের অগ্রপথিক। তাঁর পুরো নাম প্রশান্ত চন্দ্র মহলানবীশ, তবে পি.সি মহলানবীশ নামেই অধিক খ্যাত। । পিতামহ ছিলেন ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। পিতা প্রবোধ চন্দ্র ছিলেন এই সংগঠনের একজন সক্রিয় সদস্য এবং মাতা নিরোদবাসিনীও ছিলেন শিক্ষিত পরিবারের সদস্য।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment