বেশি যাত্রী-বেশি কমিশন। নিট ফল রেষারেষি, দুর্ঘটনা। বেসরকারি বাসের বহু পুরনো এ অসুখ সারাতে এবার নয়া দাওয়াই রাজ্যের। বেসরকারি বাস ও মিনিবাস চালক ও কন্ডাকটরদের কমিশন প্রথা তুলে দিতে নির্দেশ দিলেন পরিবহণ মন্ত্রী। এর বদলে অধিক বেতন দেওয়ার সুপারিশ করলেন তিনি।
রেষারষি, অনিয়ন্ত্রিত গতি, দুর্ঘটনা অতঃপর মৃত্যু- সংবাদপত্রের পাতা উল্টালেই এ খবর আখছার চোখে পড়ে। পথ দুর্ঘটনা যেন রোজনামচা হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে চিন্তিত রাজ্য প্রশাসন। গত দু-তিন দিনে কলকাতায় বাসের রেষারেষিতে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। এবার বাসের রেষারেষি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, এবার থেকে বেসরকারি বাস চালক ও কন্ডাকটরদের কমিশন প্রথা তুলে দেওয়া হবে।
বর্তমানে বাসের চালক ও কন্ডাক্টররা বেতনের সঙ্গে দৈনিক কমিশন পান। সারা দিনে বাসে যা টিকিট বিক্রি হয় তার ১২ শতাংশ কমিশন হিসেবে পান চালক। ৬ শতাংশ করে পান কন্ডাকক্টর। অতএব, যত বেশি টিকিট বিক্রি তত বেশি কমিশন পাবেন, এই আশায় বেশি যাত্রী তোলার রেষারেষি শুরু হয়। আর তাতেই ঘটে দুর্ঘটনা।
Be the first to comment