পহেলগামের রাস্তায় অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হল

Spread the love

ভারী বৃষ্টির ফলে বহু জায়াগায় ব্যাপক ভূমিধস। তাই শনিবার পহেলগামের রাস্তায় অমরনাথ যাত্রা স্থগিত করে দেওয়া হল। এর আগের দিনই বালতাল রুটেও দুর্যোগের জন্য যাত্রা বন্ধ রাখতে হয়েছিল। আরই পাশাপাশি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ঝিলম নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাশ্মীর ডিভিশনে স্কুল বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের তৃতীয় একটি দল পহেলগাম রুটে ভগবতীনগরের বেসক্যাম্প থেকে রওনা হয়েছিল। তাদের টিকরি বেসক্যাম্পে আটকে দেওয়া হয়েছে। শুক্রবার গাংরুতে বিরাট ধস নেমেছে। ফলে ২৬০ কিলোমিটার দীর্ঘ জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে বহু ট্রাক ও গাড়ি। তাদের মধ্যে তীর্থযাত্রীদের কনভয়ের গাড়িও রয়েছে। এবার ২ লাখেরও বেশি তীর্থযাত্রী অমরনাথ যাওয়ার জন্য নাম লিখিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*