তুরস্কের সমুদ্র সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা লাল টি-শার্ট আর নীল প্যান্ট পরা আয়লান কুর্দির নাম আশা করি সবারই মনে রয়েছে। এরকমই আরও তিন ছোট্ট আয়লানের দেহ উদ্ধার হল লিবিয়ার উপকূল থেকে। উজ্জ্বল রঙের পোশাক পরা প্রাণহীন তিন শিশুর দেহ অত্যন্ত যত্নের সঙ্গে সমুদ্র সৈকতে নেওয়া হল—মনে হচ্ছে শিশুরা ঘুমিয়ে পড়েছে। তিনজন লোক তিনটি শিশুকে হাত বাড়িয়ে ধরে আছে। এক শিশুর পায়ে স্নিকার, আরেকজনের পায়ে লাল মোজা, সাদা ফোঁটাযুক্ত প্যান্ট পরা, তৃতীয়জনের খালি পা, অতিরিক্ত কাপড় দিয়ে তার শরীর ঢেকে রাখা। যেন পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। শুক্রবার লিবিয়ার উপকূলের এই চিত্র তুলে ধরেছে সিএনএন। জানা গেছে, লিবিয়ার উপকূলে শরণার্থী বোঝাই নৌযান ডুবির ঘটনায় একশোরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যেই ছিল এই তিন শিশুও। শুধুমাত্র নতুন জীবনের আশায় প্রাণ হাতে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে যাচ্ছেন হাজার হাজার শরণার্থী। সিএনএন সূত্রে আরও জানা গেছে, শুধু ২০১৮ সালে প্রায় ১০ হাজার ২০০ জনকে লিবিয়ায়বাসীকে আটক করা হয়েছে। যত দিন বাড়ছে এই সংখ্যা বাড়ছে বই কমছে না।
Be the first to comment