রিপোর্টার- (সুভাষ মজুমদার)
একই পরিবারের পনেরো জন ডায়রিয়াতে আক্রান্ত হয়ে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন। ধনেখালীর চৌতারা গোপিনগরের পোড়েল বাড়ির সদস্যদের শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পর হঠাৎ করে জ্বরের সঙ্গে শুরু হয় পেটে ব্যাথা, বমি ও পায়খানা। খাদ্যে বিষক্রিয়ার ফলেই এই ঘটনা বলে অনুমান।
পরিবারের এক সদস্য বলেন কি করে এই ঘটনা বুঝতে পারছিনা না। একই পরিবারের কুড়ি পঁচিশ জন গত রাত থেকে একে একে অসুস্থ হতে শুরু করে।প্রথমেই শুরু হচ্ছে জ্বর, সাথে সাথেই শুরু হচ্চে বমি ও পায়খানা। তাদের মধ্যে তেরো জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা এবং দুজন শিশু।
তাদের প্রত্যেককেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা কিছুটা সুস্থ।
এ বিষয়ে তারকেশ্বর গ্রামীন হাসপাতালের বি এম ও এইচ রঞ্জন কুমার দে বলেন একই পরিবারের পনেরো জন সদস্য ডায়রিয়াতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও বলেন এলাকায় কোনো এক শ্রাদ্ধ বাড়ির খাবারে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। তবে এখনো পর্যন্ত সবাই সুস্থ আছে। ধনেখালীর ব্লকের বি এম ও এইচ কে এবিষয়ে অবগত করা হয়েছে, যাতে ওই এলাকায় একটি মেডিকেল টিম পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হয়।
Be the first to comment