রিপোর্টার- (সুভাষ মজুমদার)
একটি আনুষ্ঠানিক মঞ্চ থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিযে বৃক্ষ রোপন উৎসবের সূচনা হয়। এলাকার ছোটো ছোটো শিশু শিল্পীরা নৃত্য ও গানের মধ্য দিয়ে অনুষ্ঠান মঞ্চ ভরিয়ে তোলে। বৃক্ষ রোপন উৎসবের মূল উদ্যোক্তা ছিল কোলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা প্রানা। প্রাণা গত বছর থেকেই তারকেশ্বরের বিভিন্ন এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচি নিয়েছিলেন। ওই সংস্থার মূল দুই কান্ডারি হলেন টলিউড ফাস্যান ডিজাইনার উর্মি হাজরা এবং ডক্টর টুম্পা চ্যাটার্জি ,এনাদের উদ্যোগে গত বছর ভিবিন্ন স্কুল ও কলেজে বৃক্ষ রোপন করা হয়েছিল। প্রায় পাঁচশো গাছ লাগানোর লক্ষে সফল হয়ে তারকেশ্বর বাসীর মন জয় করেছিলেন প্রানার সদস্যরা।
এবছরও প্রানা উদ্দ্যোগ নিয়েছে যে তারকেশ্বর সহ বিভিন্ন জেলায় বৃক্ষ রোপন উৎসব করে পৃথিবীকে সবুজয়ানের লক্ষে এগিয়ে নিয়ে যাওয়া।সেই মতো তারকেশ্বর বালিগড়ি অঞ্চলের জয়নগর গ্রামে একটি অনুষ্ঠান মঞ্চ থেকে গাছ লাগানোর আহ্বান জানান সাধারণ মানুষকে। তীব্র দাবদাহের মধ্যেও এলাকার বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যোগ দেন এই অনুষ্ঠানে।
একদিকে যখন একের পর এক গাছ লাগাচ্ছেন প্রানার সদস্যরা অন্যদিকে প্রানার আর এক সদস্য গায়ক তীর্থ ভট্টাচার্য অনুষ্ঠান মঞ্চ মাতিয়ে রাখলেন বাউল গানের মধ্য দিয়ে।
ছোট ছোট শিশুদের নিয়ে একটি স্কুল মাঠের চারিদিকে গাছ লাগান প্রানার সদস্যরা এবং শিশু দের বোঝান প্লাস্টিক গাছের জন্য কতটা ক্ষতিকারক এবং এলাকায় প্লাস্টিক মুক্ত করে গাছ লাগানোর কাজে হাত লাগান প্রানার সদস্যরা।
বৃক্ষরোপন উৎসবে উপস্থিত ছিলেন এলাকার বেশ কিছু স্থানীয় তৃণমূল নেতৃত্ব।এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অমিত মিত্র।
Be the first to comment