টাকার বিনিময়ে কলেজে ভরতি রুখতে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুলিশি নজরদারি বাড়িয়ে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের হয়রানি রোখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে সোমবার থেকে কলেজে কলেজে পুলিশ পিকেট বসানোরও নির্দেশ দেন তিনি। কারোর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।
তবে শুধু কলকাতা নয়, জেলার পুলিশ সুপারদের কাছেও একই মর্মে নির্দেশিকা পাঠানো হচ্ছে। যেসব কলেজে ভর্তি প্রক্রিয়া চলছে সেখানে পুলিশ পিকেট বসিয়ে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠকেও কলেজগুলিতে ভরতির সময় টাকা নেওয়ার প্রসঙ্গটি ওঠে। সেসময় দলের ছাত্র সংগঠনের সদস্যদের সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরও একাধিক কলেজ থেকে এধরনের অভিযোগ আসায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তাই এবার রাজনীতির রং না দেখে প্রশাসনিকভাবে ওই অসাধু নেতাদের কড়া হাতে দমনের সিদ্ধান্ত তাঁর।
Be the first to comment