ফাউল করে বর্ণবৈষম্যের শিকার হলেন সুইডেনের ফুটবলার জিমি দুরমেজ। ওই ফ্রি কিকের জেরে টনি ক্রুজের জার্মানি গত শনিবার শেষ মুহূর্তে ২-১ গোলে জয় পেয়েছিল। ম্যাচের ৭৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন জিমি। ২৯ বছরের জিমির পরিবার তুরস্ক থেকে সুইডেনে এসেছে। গোলপোস্টের পিছনের নেটে বল লাগার সঙ্গে সঙ্গে তার ইনস্টাগ্রামে জাতিবিদ্বেষমূলক প্রচার বিদ্রুপ শুরু হয়ে যায়। জিমির সতীর্থরা কিন্তু তার পক্ষে প্রচারে নেমে পড়ে। তার বদলি খেলোয়াড় জন গুইদেত্তি প্রশংসা করেন জিমির। তিনি বলেন, সারা ম্যাচ ও ছুটে খেলেছে। দুর্ভাগ্য, এমনটা হয়েছে। তার জন্য তার ওর বিরুদ্ধে ঘৃণা ছড়ানোটা বোকামি। এরপর জিমির পক্ষে বিশাল সমাবেশ হয়েছে স্টকহোমে। সুইডেনের ক্রীড়ামন্ত্রী আনিকা স্ট্রান্ডহল জিমি দুরমেজের জার্সি গায়ে দিয়ে গিয়েছেন পার্লামেন্টে। তবে এসবে বিশেষ পাত্তা দিচ্ছেন না জিমি। দেশের জন্য খেলতে পেরে তিনি খুশি। জার্মানি প্রথম পর্যায়েই বিদায় নিলেও সুইডেন শেষ ষোলোয় খেলছে।
Be the first to comment