ছবি সৌজন্যে- (এএনআই)
ঘরের মধ্যে সার দিয়ে মৃতদেহ। প্রায় প্রত্যেকরই চোখে মুখে কাপড় বাঁধা। কয়েক জনের আবার হাতও পিছমোড়া করে বাঁধা। সব মিলিয়ে ১১টি দেহ। তার মধ্যে ১০টি দেহ আবার ঝুলছে একটি দেহ শুধু মেঝেতে পড়া। মৃতদের মধ্যে সাতজন মহিলা ও চারজন পুরুষ৷ রবিবার ভোরে দিল্লির বুরারি এলাকায় একই পরিবারের ১১ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতেও। পুলিশ ও স্থানীয় জানা গিয়েছে, প্রায় কুড়ি বছর ধরে ওই এলাকার ২৪ সন্ত নগরের দোতলা বাড়িতে থাকত পরিবারটি।
দুই ভাই ললিত এবং ভুবনেশ্বরের পরিবার, মা ও এক বিধবা বোনের সংসার। পারিবারিক মুদির দোকানের ব্যবসা রয়েছে ললিত-ভুবনেশ্বরদের। ভাই বোনদের কোনও দিনই অসদ্ভাব ছিল বলে শোনা যায়নি। বাড়ির নীচেই তাঁদের দোকান। কয়েক দিন ধরে কোনও সাড়া না মেলায় কৌতূহলী প্রতিবেশী জানালা দিয়ে ঘরে উঁকি দেন। তখনই তাঁরা মৃতদেহ গুলি দেখতে পান। পরে পুলিশ এসে দরজা ভেঙে দেহগুলি উদ্ধার করে। আপাতত ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে দিল্লি পুলিশও৷ ময়ানা তদন্তের রিপোর্ট হাতে পেলেই ধোঁয়াশা কাটবে বলে জানিয়েছেন তাঁরা।
Be the first to comment