ফের মধ্যবিত্তের মাথায় হাত৷ কোপ পড়তে চলেছে মধ্যবিত্তের হেঁশেলে। বাড়ল ভর্তুকি যুক্ত ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ভর্তুকি যুক্ত সিলিন্ডার পিছু বেড়েছে ২.৭১ টাকা। অন্যদিকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৫৫.৫০টাকা। শনিবার মধ্যরাত থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি ও ডলারের নিরিখে টাকার দাম কমে যাওয়াতেই এই দাম বৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান ওয়েলের তথ্য অনুযায়ী ১ জুলাই থেকে দিল্লিতে কেজির ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছে ৪৯৬.২৬ টাকা। কলকাতায় ৪৯৯.৪৮ টাকা, মুম্বইয়ে ৪৯৪.১০ টাকা এবং চেন্নাইয়ে ৪৮৪.৬৭ টাকা। আর ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম দিল্লিতে ৭৫৪ টাকা, কলকাতায় ৭৮১.৫০ টাকা, মুম্বইয়ে ৭২৮.৫০ টাকা, চেন্নাইয়ে ৭৭০.৫০ টাকা। প্রসঙ্গত, প্রতি মাসের পয়লা তারিখে রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে থেকে পেট্রোলিয়াম সংস্থাগুলি।
Be the first to comment