দুই ভারতীয় অলঙ্কারশিল্পী নিজেদের নাম তুলে ফেললেন গিনেস বুক অফ রেকর্ডে। ১৮ কারাটের সোনার গোলাপ তৈরি করে তাঁরা তাতে বসিয়েছেন ৬৬৯০টি হিরে। গিনেস জানাচ্ছে, গুজরাটের সুরাতের বিশাল আগরওয়াল আর খুশবু আগরওয়াল সূক্ষ্ম কারুকাজের এই অলঙ্কার তৈরি করেছেন। তাঁরা ৪৮টি আলাদা হিরে বসানো পাপড়ি তৈরি করেছেন। এর ওজন ৫৮ গ্রাম। এটি তৈরি করতে লেগেছে ৬ মাস। এর দাম ৪ কোটি ১১ লাখ ৬৭৮৭ ডলার। এর আগে সাভিও জুয়েলারির পিকক রিং তৈরি হয়েছিল ৩৮২৭টি হিরে দিয়ে। সেটাই ছিল রেকর্ড। এই অলঙ্কার বানানোর পিছনে জল সংরক্ষণের ভাবনা কাজ করেছে।
Be the first to comment