বিশেষ প্রতিনিধি,
২০১৭ সালে এপ্রিল থেকে জুনে যে পরিমাণ কর জমা পড়েছিল তার তুলনায় ৪০ শতাংশ কর বেশি জমা পড়েছে এবছরের অর্থবর্ষে৷ বেশি জমা পড়েছে কর্পোরেট করও৷ গত বছরের তুলমায় এবারএই ধরণের কর জমা দেওয়ার প্রবণতা বেড়েছে ১৭ শতাংশ৷ কর্পোরেট ট্যাক্স বেশি জমা পড়ার অর্থ লেনদেন ও ব্যবসার হার বৃদ্ধি পাওয়া৷ অর্থাৎ কেনার পরিমাণ বাড়ছে৷ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে কর্পোরেট সেক্টরে সরাসরি তার প্রভাব পড়বে৷ ফলে বাড়বে কর জমারপ্রবণতা৷ সমীক্ষা বলছে কোম্পানিগুলি ব্যবসায় লাভের মুখ দেখাতেই এই করদেওয়ার প্রবণতা বেড়েছে৷ ২০১৭ সালের জুন মাসের তুলনায় গড়ে ৮ শতাংশ বেশি আর্থিক বৃদ্ধি হয়েছে কর্পোরেট সেক্টরে৷
বিশ্বের মধ্যে যে জায়গার আর্থিকবৃদ্ধির হার উর্ধ্বমুখী রয়েছে,সেই তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে এশিয়ার নাম। এমনকি বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও এশিয়া মহাদেশেরঅন্তর্গত দেশগুলি। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের ফিসকালস্টিমুলাস নীতিও এশিয়ার অর্থনীতিকে নানাভাবে সাহায্য করবে বলেদাবি করা হয়েছে। ২০১৮-১৯ সালে এই অঞ্চলের আর্থিক বৃদ্ধিরহার ৫.৬ শতাংশে থাকবে বলে বলা হয়েছে।
সম্পতি ইন্টারন্যাশনাল মানিটারিফান্ডের তরফে ভারতীয় অর্থনীতিরবৃদ্ধির হার সম্পর্কিত একটি তথ্য প্রকাশ করা হয়। আইএমএফ–এর প্রকাশিত তথ্য অনুযায়ী ২০১৮ সালে ভারতীয়অর্থনীতি অতি দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। এই বৃদ্ধির হার৭.৪ শতাংশ থাকবে, যেটা আগামী একবছরের মধ্যে ৭.৮ শতাংশ ছোঁবে।
Be the first to comment