পাকিস্তানের জেলে থাকা ৪৭১ ভারতীয় মুক্তির পথে

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

রবিবার দিল্লিকে ৪৭১ ভারতীয়র তালিকা তুলে দিল ইসলামাবাদ৷ পাকিস্তান বিদেশ দফতর জানাচ্ছে,মুক্ত ভারতীয়দের মধ্যে বেশিরভাগই মৎস্যজীবী ৷ ২০০৮ সালের ২১ মে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যার্পন চুক্তি স্বাক্ষরিত হয়৷ চুক্তিঅনুসারে প্রত্যেক বছর ১ জানুয়ারী ও ১ জুলাই ভারত-পাকিস্তানবন্দি মুক্তির পথে যাবে৷ যেখানেপাকিস্তান ভারতীয় বন্দিদের, ভারত পাক বন্দিদের মুক্ত করবে৷ সেই নিয়ম মেনে বন্দি মুক্ত করলপাকিস্তান৷ খুব তাড়াতাড়ি পাক বন্দিদের তালিকা পাকিস্তানকে পাঠাবে ভারত৷

এর আগেই গুজরাতের ২ মৎস্যজীবীর মুক্তির কথা জানায় পাকিস্তান৷ মুক্ত ভারতীয়দের মধ্যে ২ মৎস্যজীবী আছে বলে পাকিস্তানের তরফে জানানো হয়েছএ৷ গত কয়েক বছরে মোট ৪১৮ মৎস্যজীবীসহ অনুপ্রবেশকারী সন্দেহে ৫৩ ভারতীয়কে বন্দি করে পাকিস্তান৷ এদের প্রত্যেকেই মুক্ত৷ তালিকাপাঠিয়ে বন্দি মুক্তির কথা আনুষ্ঠানিক ভাবে জানাল পাকিস্তান৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*