মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো ব্রাজিল । গোল করলেন এবং গোল করালেন সেই নেইমার। পাশাপাশি দুরন্ত কিছু সেভ করেও হেরে গেলেন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়া। এদিন প্রথম একাদশে নেই মার্সেলো। তাই খানিকটা আশঙ্কা ছিল। এর উপর প্রথম ১৫ মিনিট যে ভাবে শুরু করছিল মেক্সিকো তাতে চাপ বাড়ছিল। কিন্তু ব্রাজিলের এই ডিফেন্স আর্জেন্টিনার মতো নয়। আর দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ দলে একা নেইমার নেই। আছে এগারো জন ফুটবলার। যাঁরা উঠতে পারেন, আবার সময় মতো ফিরে আসতেও পারেন। সোমবার সেটাই করে দেখালেন সেলেকাওরা।
ম্যাচের ৫১ মিনিটে উইলিয়ানের ঠিকানা লেখা পাসে গোলে বল ঠেলতে ভুল করেন নি নেইমার। স্কোরলাইন ১-০। তার আগে অবশ্য বহুবারই ওচোয়ার কাছে ধাক্কা খেয়েছেন জেসুস-কুটিনহোরা। একাই তিন থেকে চারটি গোল বাঁচিয়ে মেক্সিকোর পতন রুখেছিলেন এই গোলকিপার। কিন্তু ৮৮ মিনিটে এবার নেইমারের পাস থেকে দুর্দান্ত ফিনিশ ফার্মিনোর। আর মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে প্রত্যাশিত ভাবে শেষ আটে পৌঁছে গেলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
Be the first to comment