নেইমারের “অভিনয়” ফুটবলের পক্ষে ভালো নয়। বললেন ক্ষুব্ধ মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিয়ো। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে তাঁর টিমকে হারিয়েছে ব্রাজিল। তাতে বড় ভূমিকা ছিল নেইমারের। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। কিন্তু এবারের বিশ্বকাপে নেইমারের ডাইভ মারা নিয়ে বিস্তর অভিযোগ। মেক্সিকান কোচ বলেচেন, এটা ফুটবলের লজ্জার। একজন খেলোয়াড়ের জন্য অনেক সময় নষ্ট হচ্ছে। এটা গতির খেলা, এত ভাঁড়ামির নয়। ম্যাচের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর মিগুয়েল লুয়ান বল ধরতে গিয়ে নেইমারের গোড়ালিতে দাঁড়িয়ে পড়েন। তারপর নেইমারের ” অভিনয়” শুরু হয়। ফেল কেলায় তাদের পক্ষে গতি হারিয়ে যায় বলে ওয়ারিয়োর অভিযোগ। রেফারি ব্রাজিলকে সাহায্য করেছেন, তাঁর মন্তব্য। লোকে দেখছে, বাচ্চারা দেখছে। সেখানে অভিনয় করাটা ঠিক নয়। নেইমার বলেছেন, ওরা আমার পায়ের উপর দাঁড়িয়ে পড়েছিল। এটা ঠিক নয়। ওরা অনেক কথা বলেছে। এখন বাড়ি ফিরে যাচ্ছে। কে কী বলল তাতে আমার কিছুই যায় আসে না। আমাকে খাটো করার চেষ্টা এসব। ব্রাজিলের কোচ তিতের কথা, লুয়ান নেইমারের ওপর দাঁড়িয়েছিল।
Be the first to comment