উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিয়োগবিধির কিছুটা সংস্কারের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Spread the love

উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিয়োগবিধির কিছুটা সংস্কারের নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী অস্থায়ী বা ভারপ্রাপ্ত ডিআইজি হিসেবে কাউকে নিয়োগ করা যাবে না। এই নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জ্ন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এখন থেকে রাজ্যগুলিকে ডিজিপি পদে উপযুক্তদের তালিকা পাঠাতে হবে ইউপিএসসি-র কাছে। সেখান থেকে ৩ জনের নামের তালিকা পাঠাবে কমিশন। সেখান থেকে যে কোনও একজনকে বেছে নিতে পারবে রাজ্যসরকার। তবে নিয়োগের ক্ষেত্রে আধিকারিকের অবসরের সময়ও বিবেচনাও রাখা হতে পারে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই সংক্রান্ত যদি রাজ্যগুলির নিজ্স্ব কোনও নিয়মও থাকে আপাতত, সেগুলো স্থগিত রাখা হোক। তবে যদি কোনও আইনি জটিলতা থেকে থাকে এই নতুন বিধি কার্যকরী করার আগে তা জানাতে পারবে রাজ্য। প্রসঙ্গত, ২০০৬ সালে এই নিয়ে পিটিশন দাখিল করেছিলেন প্রাক্তন ডিজেপি প্রকাশ সিং। সেই মামলার রায়ের সংস্কার চেয়ে আবেদন করেছিল কেন্দ্র। সেই শুনানিতে এমনটাই জানাল আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*