পাকিস্তানি তীর্থযাত্রীদের ভিসা দিল ভারত সরকার

Spread the love

মানবিকতার নজির গড়ে পাকিস্তানি তীর্থযাত্রীদের ভিসা দিল ভারত সরকার। মোট ১৬০ জন পাকিস্তানিকে ভিসা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার মহান সুফি সাধক আমির খসরুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভারতে আসছেন তাঁরা। সীমান্ত সংঘাত, জঙ্গি সমস্যা নিয়ে যতই দুই দেশের সম্পর্ক তলানিতে এসে দাঁড়াক, ধর্মীয় ভাবাবেগকে এসবের বাইরে রাখা হয়েছিল। সেই রীতিতেও ছেদ পড়ে পাকিস্তান সরকার কুলভূষণের ফাঁসির আদেশ দিলে। সেসময় পাকিস্তানিদের ভ্রমণ ভিসা দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। একবছর ধরে সেটা বজায়ও ছিল। এবছরের মার্চে আজমিরে খাজা মইনুদ্দিনের সৌধ দেখার জন্য অনুমতি চেয়েছিলেন ৫০০ পাক নাগরিক। দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির কথা ভেবে তাঁদের ভিসা বাতিল করা হয়। কিন্তু তিক্ত অভিজ্ঞতা ভুলে যেতে চায় ভারতও। সরকারের তরফে জানানো হয়েছে, ১৬০ তীর্থযাত্রীকে ইতিমধ্যেই ভিসা দেওয়া হয়েছে। কুলভূষণের মামলার কারণে ভিসা নিষেধাজ্ঞা জারি হয়েছিল, তা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানবিকতার খাতিরেই এবার ১৬০ তীর্থযাত্রীকে ভিসা দেওয়া হয়েছে। এই একই মানবিক কারণে পথ ভুলে চলে আসা পাকিস্তানের ১১ বছরের মহম্মদ আবদুল্লাকে হাতে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*